
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট নতুন কোচ হিসেবে পেয়েছে টবি র্যাডফোর্ডকে। তিনি আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও সহকারী কোচ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে।
বিসিবি আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি বলছে, ক্যাম্প করতে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে এইচপি ইউনিটও যাবে শ্রীলঙ্কায়। সেখানেই কাজ শুরু করবেন টবি র্যাডফোর্ড। ৪৮ বছর বয়সী সাবেক এই ইংলিশ ক্রিকেটারের বাংলাদেশ এইচপি ইউনিটের সঙ্গে থাকবেন আগামী বছরের আগস্ট অবধি।
বাংলাদেশে দায়িত্ব পেয়ে কাজ শুরু করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন র্যাডফোর্ড, ‘বাংলাদেশে প্রতিভাবান অনেক তরুণ ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য ওদের বিকশিত করা হবে দারুণ একটি ব্যাপার।’
‘আমি কাজ শুরু করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
টবি র্যাডফোর্ডের ক্রিকেট ক্যারিয়ার একেবারেই সংক্ষিপ্ত। পাঁচ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ২০টি ম্যাচ।
তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ র্যাডফোর্ডের। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল গ্ল্যামরগন ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২-১৩ সাল এবং ২০১৬-১৯ সাল অবধি দুই দফায় তিনি ক্যারবিয়ানদের ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন।
র্যাডফোর্ড ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এইচপি সেন্টারের পরিচালক। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকেও কোচিং করিয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।
আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখ বাংলাদেশ জাতীয় দল ও এইচপি ইউনিট যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করবে এইচপি ইউনিট। অক্টোবরের ২৪ তারিখ থেকে লঙ্কানদের বিপক্ষে মুমিনুল হকদের টেস্ট সিরিজ শুরু হবে।
শেয়ার করুন :