
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সাথে কথা বলেছেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা। মঙ্গলবার বিকালে ঢাকার মতিঝিলস্থ বাফুফে ভবনের বোর্ড রুমে খেলোয়াড়দের সাথে মতবিনিময় সভায় বসে লিগ কমিটি।
সভায় প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাবের ১৯ জন ফুটবলার উপস্থিত ছিলেন।
বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাফুফের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু, জাকির হোসেন, আব্দুর রহিম, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ উপস্থিত ছিলেন।
ফুটবলের নতুন মৌসুম কবে শুরু হবে, মৌসুমের ভেন্যু, দলবদলের উইন্ডো ও সময়সূচি প্রভৃতি বিষয় নিয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেছেন ফুটবলাররা। এছাড়া করোনার কারণে সর্বশেষ বাতিল হওয়া মৌসুমের পাওনা পরিশোধের বিষয়েও কথা বলেছেন তাঁরা।
বাফুফের পক্ষ থেকে বলা হচ্ছে, সার্বিক বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে এক দফায় আলোচনা হয়েছে। আজ খেলোয়াড়দের সাথে কথা হলো। তাঁদের প্রস্তাব নিয়ে ফের ক্লাবগুলোর সঙ্গে বসা হবে। এরপর সুপারিশগুলো চূড়ান্ত করে লিগ কমিটি বাফুফের নির্বাহী কমিটির কাছে উত্থাপন করবে।
বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ক্লাবগুলোর সঙ্গে বসেছিলাম, তাদের কথা শুনেছি। আজ খেলোয়াড়দের সঙ্গে বসলাম। তাদের ম্যাসেজ পেয়েছি। এগুলো ক্লাবকে জানাতে আবার বসা হবে। এরপর লিগ কমিটি নতুন মৌসুমের সূচি চূড়ান্ত করবে।’
তিনি বলছেন, ‘সরকার এবং ফুটবল ফেডারেশন পুনরায় মাঠে ফুটবল ফেরাতে চায়। খেলোয়াড়রাও যতো তাড়াতাড়ি সম্ভব ফুটবলে ফিরতে চায়।’
শেয়ার করুন :