
শেষ হলো ‘৩য় আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট ২০১৯’। চার দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার আর্মি গল্ফ ক্লাবের গলফ গার্ডেনে শেষ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও এএফডি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহ্ফুজুর রহমান। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এ টর্নামেন্ট। টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ৭১৬ জন গলফার অংশগ্রহণ করেন।
শেয়ার করুন :