
স্পোর্টসট্যুর ডেস্ক :: ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তাঁর বাড়িতে হামলা দিয়েছে ভয়ঙ্কর পঙ্গপাল। শেবাগ নিজেই এমন তথ্য জানিয়েছেন।
মহামারি করোনার কারণে কবলে পড়ে ভারতে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে পঙ্গপাল। হাজার হাজার পঙ্গপাল একসাথে এসে রীতিমতো হামলার ছলে আঁচড়ে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্যে।
পঙ্গপালে দেশটির অনেক রাজ্যের অনেক এলাকার আকাশ ছেয়ে গেছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ভারত।
এবার নিজের বাড়িতে পঙ্গপালের হামলার কথা জানালেন সাবেক ওপেনার শেবাগ।
বীরেন্দ্র শেবাগের বাড়ি উত্তর ভারতের গুরগাঁওয়ে। তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির ওপর হামলা!’
ভিডিওতে দেখা যায়, হাজার হাজার পঙ্গপাল শেবাগের বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে। পুরো আকাশ যেন ছেয়ে গেছে পঙ্গপালে।
উত্তর ভারতে পঙ্গপালের হানার বিষয়ে আগে থেকেই সতর্কতা ছিল। সেজন্য সবাইকে বাড়ির দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল। সবাই আগে থেকে সতর্ক থাকায় ঘরের মধ্যে নিজেদের বন্দি করে রেখেছিলেন। শেবাগও ছিলেন নিজের ঘরের মধ্যে।
করোনাকালে শেবাগ মানবিক কাজ করেছেন। এককালের ড্যাশিং ওপেনার ভ্রাম্যমাণ শ্রমিকদের খাবার রান্না করে বিতরণ করেছেন। তিনি তাঁর ভক্ত-সমর্থকদেরও এমন মানবিক কাজ করার আহবান জানিয়েছেন।
শেয়ার করুন :