
স্পোর্টসট্যুর ডেস্ক :: লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ম্যানচেস্টার সিটি। এরপর এফএ কাপের শেষ চারে চেলসির কাজে পরাজিত হয় ইউনাইটেড।
এবার উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে সেভিয়ার কাছে হেরে বিদায় নিল ম্যান ইউ। চলতি মৌসুমে তিন তিনটি টুর্নামেন্টে শেষ চারেই থেমে গেল রেড ডেভিলসদের দৌড়।
২০১৮ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৭৮ মিনিটের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করেছিল সেভিয়া। সেই ইতিহাস ফিরলো আবারও। তবে একটু ভিন্ন আঙ্গিকে। এবার উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে সুপার সাব লুক ডি’জংয়ের ৭৮ মিনিটের গোলেই হার মানতে হয় ওলে গানারদের।
ইউরোপা লিগের শেষ চারে কাল রাতে সেভিয়া ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেডকে। শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি তাঁরা। প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় স্প্যানিশ ক্লাব সেভিয়া।
আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নেয় তাঁরা।
ম্যাচের ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ২৬ মিনিটে সুসোর গোলে সমতায় ফেরে সেভিয়া। ৫৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ডি’জং ৭৮ মিনিটে গোল করে সেভিয়াকে ফাইনালে নিয়ে যান।
চলতি মৌসুম একেবারেই খালি হাতে শেষ করলো ম্যান ইউ। টানা তিন মৌসুম ধরে তাঁরা বড় কোনো ট্রফি জিততে ব্যর্থ। ৩১ বছরের মধ্যে এটাই তাঁদের দীর্ঘতম ট্রফি খরা।
সর্বশেষ ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত নিজেদের ঘরে কোনও ট্রফি তুলতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
শেয়ার করুন :