
স্পোর্টসট্যুর ডেস্ক :: ‘যেভাবে চলছে, তাতে বার্সেলোনা হয়ে যেতে পারে এসি মিলান কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড। যে ক্লাবগুলোর গত আট-নয় বছরে কোনও ট্রফি নেই।’
মন্তব্যটি করেছেন ভিক্টর ফ্রন্ট, যিনি আগামী বছর বার্সেলোনার ডিরেক্টর বোর্ডে ভোটে প্রেসিডেন্ট তথা সভাপতি প্রার্থী।
স্পেনের সংবাদমাধ্যমকে ভিক্টর ফ্রন্ট বলেন, ‘লিওনেল মেসি থাকতে চাইছেন না। বিরক্ত মেসি। কী আছে এই ক্লাবে? ভালো টিম করতে না পারলে ধীরে ধীরে বার্সেলোনা অতি সাধারণ মানের টিমে নেমে আসবে।’
বার্সার বর্তমান বোর্ড সভাপতি জোসেফ বার্তামেউ। তাঁর সাথে মেসির নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে, এমন গুঞ্জন রয়েছে। আগামী বছর বার্তামেউয়ের মেয়াদ শেষ হবে।
এক বছর সময় বাকি থাকলেও বার্সা শিবিরকে ঘিরে কথার লড়াই শুরু হয়ে গেছে। ক’দিন আগে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার পর বিষয়টি আরো সরগরম হয়ে ওঠেছে।
স্পেনের অন্যতম নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন ভিক্টর ফ্রন্ট। ২০১৩ সাল থেকে তিনি বার্সার সভাপতি হওয়ার জন্য নানভাবে চেষ্টা করে চলেছেন। শিকে এ বার ছিঁড়তে পারে। মেসিকে মধ্যমণি করে জাভি হার্নান্দেজকে টিমের কোচ করার পরিকল্পনা তাঁর।
তবে বার্সার পরবর্তী কোচ হিসেবে ফরাসি কোচ লঁরা ব্লাঁ’র নামও ভেসে আসছে বাতাসে। বিশ্বকাপজয়ী এই ফরাসি ডিফেন্ডারের সাথে নাকি বার্সার সভাপতিরও কথা হয়েছে। ফ্রান্স দল ছাড়াও পিএসজির কোচ ছিলেন লঁরা ব্লাঁ।
বর্তমান কোচ কিকে সেতিয়েনের সাথে খেলোয়াড়দের সম্পর্কে ঘাটতি থাকার খবরও বেরিয়েছে সংবাদমাধ্যমে।
শেয়ার করুন :