
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: গেল শুক্র ও শনিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর সোম ও মঙ্গলবার আরেকটি ম্যাচ খেলেন জাতীয় দলের স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। এরপর মিলেছে টানা তিন দিনের ছুটি। হোটেলের কড়া নিয়মের ‘জৈব-সুরক্ষা বলয়’ ছেড়ে সবাই গেছেন নিজ নিজ বাসায়। বন্ধ তাঁদের অনুশীলন।
কিন্তু মুশফিকুর রহিম সবসময়ই ব্যতিক্রম। ঐচ্ছিক অনুশীলনও মিস করতে চান না এই উইকেটকিপার-ব্যাটসম্যান। নিজের পরিশ্রম আর একাগ্রতার প্রমাণ দিলেন আজ আরো একবার। সঙ্গে পেলেন পেসার আল আমিন হোসেনকে।
বিসিবির নির্ধারিত না থাকলেও জাতীয় দলের স্কিল ক্যাম্পের এ দুই ক্রিকেটার বৃহস্পতিবার অনুশীলন করেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। যেখানে বর্তমানে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন চলছে।
আগামী রোববার থেকে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট ‘‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’’। এর আগে শনিবার করোনাভাইরাসের পরীক্ষা শেষে ক্রিকেটারদের ‘জৈব-সুরক্ষা বলয়ে’ নিয়ে আসা হবে।
ওই টুর্নামেন্টের আগে নিজেদের আরো ঝালিয়ে নিতেই বৃহস্পতিবার অনুশীলনে নামেন মুশফিক ও আল আমিন। বেশ কিছুক্ষণ ঘাম ঝরানো অনুশীলন করেন তাঁরা।
শেয়ার করুন :