
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
আজ সোমবার সকালে এমন তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
ড. মোমেন বলেন, ‘হোসনেয়ারাকে রোববার থেকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি এখন অবধি সুস্থ্ আছেন।’
আরো পড়ুন:
সিভিল সার্জন জানান, এ নিয়ে নড়াইল জেলায় মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।
প্রসঙ্গত, সাংসদ মাশরাফি করোনাকালে সরকারি তহবিল এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের সাহায্যার্থে ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন। নিজের দীর্ঘকালের ব্রেসলেটও নিলামের তুলেছিলেন তিনি। তবে সেই ব্রেসলেট একটি প্রতিষ্ঠান কিনে নেওয়ার পর ফের মাশরাফিকে উপহার প্রদান করেছে।
স্পোর্টসট্যুর২৪ডটকম/আরআই-কে
শেয়ার করুন :