
স্পোর্টসট্যুর ডেস্ক :: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে এখনও ঢের বাকি। আগামী বছর সেখানে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বারুদময় যুদ্ধ। সেই যুদ্ধে জিততে চান পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি, হতে চান বিশ্ব চ্যাম্পিয়ন।
এক বছর আগেই শাহীন শাহ আফ্রিদির এমন চাওয়ায় অনেকেই নাট সিঁটকাতে পারেন। এই তরুণ পেসার বিশ্বকাপের সময় পাকিস্তান দলে জায়গা পান কী-না, সেটা বড় প্রশ্ন হতে পারে।
তবে শাহীন শাহ আফ্রিদি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পেতে চান এবং হতে চান বিশ্বকাপজয়ী দলের সদস্য।
এই বাঁহাতি পেসার ১৯৯২ সালে ইমরান খানদের বিশ্বকাপজয়ী দল, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলকে দেখে, তাঁদের নিয়ে মানুষের কথা শুনে অনুপ্রাণিত। তিনিও তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছেন মনের গহীনে।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনডটনেট-এর সাথে আলাপকালে এসব কথা বলেছেন শাহীন শাহ আফ্রিদি।
তিনি বলেন, ‘লক্ষ্য নিয়ে কথা বললে বলবো, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে থাকতে পারলে ভালো হয়। দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। একদিন বিশ্বকাপজয়ী দলের অংশ হতে চাই। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারা সব সময়ই দারুণ সম্মানের বিষয়। লোকে এখনো আমাদের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলে।’
‘(১৯৯২ বিশ্বকাপের মতো) একই কথা খাটে ২০০৯ বিশ্বকাপজয়ী দলের জন্যও। ইউনিস খানের নেতৃত্বে ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন শহীদ আফ্রিদি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলকেই বা কে ভুলতে পারে! তবে আমি দলে থাকি বা না থাকি পাকিস্তানকে সব সময় সব সংস্করণে শীর্ষে দেখতে চাই।’
বছর দুয়েক আগে জাতীয় দলে অভিষিক্ত হওয়া শাহীন শাহ আফ্রিদি গতির ঝড় তুলে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।
শাহীন শাহ আফ্রিদি কিছু দিন আগে ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে খেলেছেন হ্যাম্পশায়ারের হয়ে। সেখানে টানা চার বলে চার উইকেট নিয়ে করেন ডাবল হ্যাটট্রিক।
সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘হ্যাম্পশায়ারে অনেক কিছু শিখেছি। ওখানে ক্রিকেটটা কীভাবে খেলা হয় শিখেছি। ক্রিকেটার হিসেবে শেখার তো কোনো শেষ নেই।’
শেয়ার করুন :