
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কাল রোববার থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। এই ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
বিসিবি জানায়, টুর্নামেন্টের প্রতিটি খেলা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেইসবুক পেইজ www.facebook.com/bcbtigercricket -তে সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারাবিবরণী প্রচার হবে।
টুর্নামেন্টে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ নামে তিনটি দল খেলছে। দলগুলোর অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
এই টুর্নামেন্ট দিয়েই করোনাকালের দীর্ঘ বিরতি শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এর আগে জাতীয় দলের স্কিল ক্যাম্পের ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে রোববার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে নামবে শান্ত একাদশ। দুপুর দেড়টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
টুর্নামেন্টের সূচি>>
১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম শান্ত একাদশ
১২ অক্টোবর: রিজার্ভ ডে
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম শান্ত একাদশ
১৪ অক্টোবর: রিজার্ভ ডে
১৫ অক্টোবর: শান্ত একাদশ বনাম তামিম একাদশ
১৬ অক্টোবর: রিজার্ভ ডে
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম শান্ত একাদশ
১৮ অক্টোবর: রিজার্ভ ডে
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
২০ অক্টোবর: রিজার্ভ ডে
২১ অক্টোবর: শান্ত একাদশ বনাম তামিম একাদশ
২২ অক্টোবর: রিজার্ভ ডে
২৩ অক্টোবর: ফাইনাল।
প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। ফাইনালেও আছে রিজার্ভ ডে।
শেয়ার করুন :