
স্পোর্টসট্যুর ডেস্ক :: রিও অলিম্পিক চ্যাম্পিয়ন স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন তাঁর বাবাকে হারিয়েছেন। মারা গেছেন গঞ্জালো মারিন পেরেজ।
স্প্যানিশ ব্যাডমিন্টন সংস্থা মারিনের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তাঁরা জানায়, গঞ্জালো মারিন পেরেজ গেল ফেব্রুয়ারিতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ওই ধাক্কা তিনি আর সামলে উঠতে পারেন নি। দুর্ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্প্যানিশ ব্যাডমিন্টন সংস্থা বিবৃতিতে বলছে, ‘ক্যারোলিনা মারিনের বাবা গঞ্জালো মারিন পেরেজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দুঃখ প্রকাশ করছি। গত ফেব্রুয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে লড়াই চালাচ্ছিলেন গঞ্জালো। শেষ পর্যন্ত ধাক্কা সামলে ওঠা সম্ভব হয় নি তাঁর পক্ষে। রোববার ভোরে মৃত্যু হয় তাঁর।’
‘কঠিন সময়ে স্প্যানিশ ব্যাডমিন্টনমহল ক্যারোলিনা ও তাঁর পরিবারের পাশে আছে। তাঁদের জন্য আমাদের সমবেদনা।’
রিও অলিম্পিকের ফাইনালে ক্যারোলিনা মারিন পিভি সিন্ধুকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।
আগামী টোকিও অলিম্পিকে নিজের পদক ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন মারিন। গেল মাস থেকে মাদ্রিদে অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু এই সময়ে বাবার মৃত্যু তাঁর জন্য বড় এক ধাক্কা হয়েই এসেছে।
শেয়ার করুন :