
স্পোর্টসটুর প্রতিবেদক :: বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। একইসাথে তাঁর বাবা ও মা করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন।
দ্বিতীয় দফায় করোনা শনাক্তকরণ পরীক্ষার ফলাফলে তাঁদের তিন জনকেই নেগেটিভ তথা করোনামুক্ত বলে জানানো হয়েছে।
বিষয়টি নাজমুল ইসলাম অপু নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আব্বা, আম্মা ও আমার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমরা এখন সুস্থ আছি।’
তিনি জানান, দ্বিতীয় দফায় করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য গত সোমবার তাঁরা সবাই নমুনা দিয়েছিলেন। আজ বুধবার তাঁদেরকে ফলাফল জানানো হয়েছে।
গেল মাসের মাঝামাঝি সময়ে নাজমুল ইসলাম অপু ও তাঁর বাবা-মা করোনাক্রান্ত বলে শনাক্ত হন। এরপর থেকে তাঁরা নারায়ণগঞ্জে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
আইসোলেশনের দিনগুলোতে তাঁদের বড় কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।
শেয়ার করুন :