
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে প্রচারণা শুরু করেছে সমন্বয় পরিষদ। আজ বুধবার এ প্রচারণা শুরু হয়।
বাফুফে নির্বাচনে ২১টি পদের বিপরীতে আছেন ৪৫ প্রার্থী। এর মধ্যে ৫ জন প্রার্থী স্বতন্ত্র, বাকিরা দুটি প্যানেলভুক্ত।
কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ প্যানেল ২১টি পদের সবক’টিতেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে সমন্বয় পরিষদ ১৯টি পদে লড়ছে। তারা সভাপতি এবং চার সহ-সভাপতি পদের মধ্যে একটি ছাড়া বাকিগুলোতে প্রার্থী নির্ধারণ করেছে।
সমন্বয় পরিষদ গঠনের নেপথ্যে কাজ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন। মূলত রুহুল আমিন তরফদার যাদেরকে নিয়ে প্যানেল গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তোড়জোড় দেখিয়েছিলেন, তাদের বেশিরভাগই আছেন সমন্বয় পরিষদে।
আগামী ৩ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে মাত্র ১৬ দিন আগে গঠিত সমন্বয় পরিষদ সিলেটে বাফুফের কাউন্সিলরদের সাথে কথা বলেছে, নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছে। স্থানীয় বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন প্যানেলের নেতৃবৃন্দ। চেয়েছেন সহযোগিতা।
পরে সাংবাদিকদের সাথেও নিজেদের নির্বাচনি লক্ষ্য নিয়ে কথা বলেন সমন্বয় পরিষদের প্রার্থীরা।
সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে প্রার্থী হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি উল্লেখ করেন, শুরুতে না হলেও এ পরিষদ এখন সংগঠিত।
‘আমরা প্রথমে সংগঠিতভাবে কাজ করতে পারিনি। কারণ, আমরা প্রথমে ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র নিয়ে জমা দেই। পরবর্তীতে আমরা সংগঠিত হয়েছি। প্রচারণা শুরু করেছি সিলেট থেকে।’
জনি বলেন, ‘আমরা ফুটবলের জন্য কাজ করতে চাই। সারা দেশে ফুটবল প্রসারিত হোক, প্রত্যেক জেলায় খেলা হোক, নিয়মিত যেন লিগ হয় এগুলো নিশ্চিত করতে চাই আমরা।’
বাফুফে নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড়
বাফুফে নির্বাচন: কেন সরে গেলেন বাদল রায়?
বাফুফে নির্বাচন: কোনো প্রার্থীর বিরুদ্ধে নেই অভিযোগ
সমন্বয় পরিষদের সহ-সভাপতি প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান তৃণমূল ফুটবলে জোর দেওয়ার কথা বলছেন।
তিনি বলেন, ‘জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, ক্লাব অ্যাসোসিয়েশন নিয়ে যে কাজ করা দরকার, তা বিগত দিনে হয়নি। তৃণমূল থেকে যেভাবে ফুটবলার ওঠে আসার কথা, সেভাবে ওঠে আসেনি। আমাদের জাতীয় দল হেরে যাচ্ছে। ক্লাব ফুটবল বিদেশি খেলোয়াড়ের ওপর নির্ভরশীল।’
‘আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করতে চাই। তৃণমূল শক্তিশালী হলে দেশের জাতীয় ফুটবল শক্তিশালী হবে।’
আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচনে ভালো কিছুই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সমন্বয় পরিষদ প্রচারণার জন্য আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে যাবে।
শেয়ার করুন :