
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে ৩ সেপ্টেম্বর হবে নির্বাচনের তফসিল ঘোষণা।
আজ বুধবার বাফুফের নির্বাচন কমিশন সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছে। বিকাল ৩টায় বাফুফে ভবনে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।
তিনি জানান, নির্বাচনের ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে বাফুফের নির্বাচন কমিশন।
চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হয় বাফুফের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। এর আগে ২০ এপ্রিল এজিএম ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে ওই সময় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। ফিফা ও এএফসির অনুমতিতে মেয়দোত্তীর্ণ কমিটিই চালিয়ে যায় দায়িত্ব।
গেল ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভা হয়। ওই সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ অক্টোবর।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
শেয়ার করুন :