
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিয়ের হিড়িক পড়েছে। মাত্র চার দিনের মধ্যে জাতীয় দলের তিন জন ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেছেন।
এই তিন ক্রিকেটার হলেন- পেসার আবু জায়েদ চৌধুরী রাহী, স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
গেল ৮ জুলাই সিলেটে বিয়ে সম্পন্ন হয় আবু জায়েদ রাহীর। তিনি পারিবারিকভাবেই বিয়ে করেছেন বলে জানা গেছে।
এরপর ১০ জুলাই দ্বিতীয় বিয়ে করেন মোসাদ্দেক হোসেন। তাঁর দ্বিতীয় স্ত্রী উম্মে তামান্নার বাড়ি ময়মনসিংহ শহরের তালতলা এলাকায়।
এর আগে ২০১২ সালে একবার বিয়ে করেছিলেন মোসাদ্দেক। কনে ছিলেন তাঁর আপন খালাতো বোন সামিয়া শারমিন। পরে মনোমালিন্য হওয়ায় সামিয়ার সাথে সৈকতের ছাড়াছাড়ি হয়ে যায়।
আজ মঙ্গলবার জানা গেল, বিয়ে করেছেন নাজমুল হোসেন শান্তও। গেল শনিবার (১১ জুলাই) তিনি বিবাহিতদের তালিকায় নিজের নাম লেখান।
শান্ত জানিয়েছেন, তাঁর স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। তিনিও রাজশাহীর বাসিন্দা। পারিবারিকভাবেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
রত্না বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন।
শেয়ার করুন :