
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: আজ জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে বাবাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতার বন্ধনে।
বাংলাদেশেও বাবা দিবস পালন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দিচ্ছেন শত শত ব্যবহারকারী।
বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও সামিল হয়েছেন বাবা দিবসের উদযাপনে। নিজের বাবা মাহবুব হামিদ তারার প্রতিই ভালোবাসা তো প্রকাশ করেছেনই, সাথে সাথে পৃথিবীর সকল বাবাদের সালাম জানিয়েছেন মুশফিক।
সংক্ষিপ্ত এক ভিডিওবার্তায় মুশফিক বলেন, ‘আসসালামুয়ালাইকুম। হ্যাপি ফাদার্স ডে। আমি পৃথিবীর সকল বাবাকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সকল বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।’
শেয়ার করুন :