
স্পোর্টসট্যুর ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিট গঠন করা হয়েছে। উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন ক্লাব কর্মকর্তা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং উক্ত কমিটি গঠনের প্রধান সমন্বয়ক ও সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসানের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন মওদুদ আহমদ কামরুল, সাধারণ সম্পাদক হয়েছেন মহি উদ্দিন রাসেল।
৫৩ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু। এ কমিটি উপজেলার ফুটবলারদের কল্যাণে কাজ করে যাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।
শেয়ার করুন :পূর্ণাঙ্গ কমিটি:
মওদুদ আহমদ কামরুল -সভাপতি
শওকত হোসেন রাসেল -সিনিয়র সহসভাপতি
রেখন আহমদ -সহসভাপতি
সাকু আহমদ -সহসভাপতি
আহাদ আলী – সহসভাপতি
নান্নু মিয়া -সহসভাপতি
শাহিন আহমদ -সহসভাপতি
এস.আর মামুন -সহসভাপতি
আবুল ফয়েজ খান কামাল -সহসভাপতি
মহি উদ্দিন রাসেল -সাধারণ সম্পাদক
জুয়েল হোসেন -সহসাধারণ সম্পাদক
জাকের রহমান -সহসাধারণ সম্পাদক
শাহরিয়ার খান রনি -সহসাধারণ সম্পাদক
শাহজান মিয়া -সহসাধারণ সম্পাদক
রায়হান আহমদ -সাংগঠনিক সম্পাদক
সিজু আহমদ -সহসাংগঠনিক সম্পাদক
সুমন বিশ্বাস -সহসাংগঠনিক সম্পাদক
আবু তাহের -সহসাংগঠনিক সম্পাদকসুহিন আহমদ -কোষাধ্যক্ষ
মুহিন আহমদ -সহকোষাধ্যক্ষ
শাওন আহমদ -দপ্তর সম্পাদক
নাইমুর রহমান নাইম -সহদপ্তর সম্পাদকশাহার আহমদ -ক্রীড়া সম্পাদক
মাসুম আহমদ -সহক্রীড়া সম্পাদকনূর আহমদ -প্রচার সম্পাদক
ইফতেখার আহমদ মাহি -সহপ্রচার সম্পাদক
রুবেল আহমদ -সাংস্কৃতিক সম্পাদক
সারজানুর রহমান -সহসাংস্কৃতিক সম্পাদকআনোয়ার হোসেন -শিক্ষা বিষয়ক সম্পাদক
সিবলু আহমদ -সহ-শিক্ষা বিষয়কসেবুল মিয়া -ধর্ম বিষয়ক সম্পাদক
রাজন মিয়া -সহধর্ম বিষয়ক সম্পাদক
*সদস্যবৃন্দ- ওমর ফারুক শিবলু, মো. শরিফুল, দিলওয়ার হোসেন, ইসলাম আহমদ, মাসুম, রাহিম, জিহান, সাকিব, জালাল আহমদ, ফাহিম, শরিফ, সুবেল, সাজেদুর রহমান রিজন, নাইম আহমদ, সাজেদুল ইসলাম, রুমেল আহমদ, বাবু আহমদ, সজিব আহমদ, শাহিন আহমদ, সাদিক আহমদ।
*উপদেষ্টামন্ডলী: বাবু পেয়ার দাস ভানু, সমিরন দাস, জুবেদ আহমদ চৌধুরী (শিপু), ইকবাল হোসেন, সহিদুল ইসলাম, কামাল আহমদ, টুটুল আহমদ, আনোয়ার হোসেন সাজু, লিটন আহমদ (মেম্বার),কামাল আহমদ (BIDC), সোহেল আহমদ, স্বপন আহমদ, সাখাওয়াত হোসেন (সাজু), মাহমুদুর রহমান, সালাউদ্দিন (পারভেজ), জুনেদ আহমদ, ওয়াদুদ আহমদ (জাকির), সিরাজ হোসেন।