
স্পোর্টসট্যুর ডেস্ক :: আগামী শনিবার মাঠে নামার কথা ছিল পিএসজির। ফ্রান্সের লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে লঁসের বিপক্ষে ওই দিন প্রথম ম্যাচ ছিল নেইমার-এমবাপ্পেদের।
তবে পিএসজির অনুরোধের প্রেক্ষিতে সেই ম্যাচটি স্থগিত করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচের তারিখ।
এর ফলে ২০২০-২১ মৌসুমের প্রস্তুতির জন্য বাড়তি ১২ দিন সময় পাচ্ছে পিএসজি।
গত রোববার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারে পিএসজি। প্রথমবার ফাইনালে ওঠে হতাশায় শেষ হয় তাঁদের স্বপ্নযাত্রা। বায়ার্ন নিশ্চিত করে তাঁদের ষষ্ঠ ইউরোপ-সেরার ট্রফি।
ওই ফাইনালের মাত্র পাঁচ দিন পরই (শনিবার) লিগ ওয়ানে ম্যাচ ছিল পিএসজির। একটি মৌসুম শেষে করে এতো স্বল্প বিশ্রামে ফের নতুন মৌসুম শুরু করা দলটির জন্য কঠিনই ছিল।
তাই লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে দিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায় পিএসজি। সেই অনুরোধে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার লিগ ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পিএসজি-লঁস ম্যাচটি হবে আগামী ১০ সেপ্টেম্বর।
মহামারি করোনার কারণে লিগ ওয়ানের সর্বশেষ ২০১৯-২০ মৌসুম বাতিল করা হয়। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে।
গেল সপ্তাহে লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হয়েছে।
শেয়ার করুন :