
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একা নন, তার স্ত্রী ফারিহা বাশারও আক্রান্ত।
মুমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কাল সোমবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন তারা। আজ ফলাফল পজিটিভ এসেছে।
বর্তমানে স্ত্রীকে নিয়ে আইসোলেশনে আছেন মুমিনুল হক। সব ধরনের সতর্কতা অবলম্বন করছেন তারা।
নিজের ও স্ত্রীর সুস্থতার জন্য মুমিনুল হক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে। আক্রান্ত হওয়ায় এখন এই টুর্নামেন্টে মুমিনুলের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে মুমিনুল হক বলছেন, তিনি এর আগেই সুস্থ হয়ে ওঠবেন বলে আশা করছেন। সুস্থ হয়েই টুর্নামেন্টে খেলতে চান তিনি।
এর আগে গেল পরশু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
শেয়ার করুন :