
স্পোর্টসট্যুর ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে গেছেন আফগানিস্তানের ওপেনার নাজিব তারাকাই। শুক্রবার রাতে দেশটির জালালাবাদ শহরে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে দ্রুত নানগারহারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার হলেও জ্ঞান ফেরেনি নাজিবের।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, প্রায় ২৫ ঘন্টা ঘরে অজ্ঞান নাজিব তারাকাইয়ের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসকরা অনুমতি দিলে তাঁকে কাবুলে বা আফগানিস্তানের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এসিবি নাজিবের দ্রুত সুস্থতা কামনা করেছে।
নাজিব তারাকাই ২০১৪ সালে টি-টোয়েন্টি দিয়ে আফগানিস্তান জাতীয় দলে অভিষিক্ত হন। দেশের হয়ে একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাজিব।
শেয়ার করুন :