
স্পোর্টসট্যুর ডেস্ক :: ভোর ৫টা। ফ্রান্সের তুলুজ শহরের মানুষ গভীর ঘুমে নিমগ্ন। ঠিক ওই সময়ে প্রচণ্ড গোলাগুলির শব্দে ঘুম ভাঙলো শহরবাসীর একাংশে।
ঘর ছেড়ে বাইরে, ঘটনাস্থলে ছুটলেন কিছু মানুষ। কিন্তু ততোক্ষণে ঘটনা ঘটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা দেখলেন, তলপেট আঁকড়ে ধরে একজন কাতরাচ্ছেন। তাঁর জামাকাপড় রক্তে ভেজা। নিকটস্থ একটি নাইট ক্লাবের প্রায় সামনেই এ ঘটনা ঘটেছে।
ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। কিন্তু তিনি মারা গেলেন। ঘটনাটি কালকের।
এরপরই বেরিয়ে এলো মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয়। জানা গেল, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের রাইটব্যাক সার্জ অরিয়েরের ছোট ভাই ক্রিস্টোফার অরিয়েরে।
ফরাসি সংবাদমাধ্যম ইউরোপ ওয়ান ও লে পয়েন্ত জানিয়েছে, নাইট ক্লাবের বাইরে ক্রিস্টোফারকে গুলি করে পালিয়ে যায় কতিপয় দুষ্কৃতিকারী। পুলিশ তাদেরকে খোঁজছে।
তবে সার্জ অরিয়েরেদের দেশ ফ্রান্স নয়, আইভরি কোস্ট।
ভাইয়ের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছেন এখন সার্জ অরিয়েরে।
টটেনহাম হটস্পারও তাঁদের তারকার ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছে, সমবেদনা জানিয়েছে।
শেয়ার করুন :