
স্পোর্টসট্যুর ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। পরে জামিনে মুক্ত হয়েছেন তিনি।
আদালত থেকে জামিন পেতে ২০ লাখ শ্রীলঙ্কান রুপি দিতে হয়েছে তাঁকে। আগামী ৯ সেপ্টেম্বর তিনি আবারও আদালতে হাজিরা দেবেন।
শ্রী লঙ্কান পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রোববার ভোরে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক স্থানে কুশল মেন্ডিসের গাড়ির ধাক্কায় ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনায় পুলিশ কুশল মেন্ডিসকে গ্রেফতার করে। তাঁকে রাখা হয় পানাদুরা থানায়। পরে সোমবার আদালতে হাজির করা হয় মেন্ডিসকে। সেখান থেকে তিনি জামিন পান।
প্রাথমিক তদন্ত শেষে কুশল মেন্ডিসকে গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে।
কুশল মেন্ডি শ্রীলঙ্কার জার্সি গাড়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর প্রজন্মের প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন মনে করা হয় মেন্ডিসকে।
শেয়ার করুন :