
স্পোর্টসট্যুর ডেস্ক :: জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার তিনি। এই মিডফিল্ডার মাঠের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের।
স্প্যানিশ লা লিগায় প্রায় নিয়মিতই ধারাভাষ্যে দেখা মিলছে জামাল ভূঁইয়ার। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁকে পেতে কোনো ক্লাবকে খরচ করতে হবে ৫০ কোটি টাকা।
কাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচ ছিল। ম্যাচ শুরুর পূর্বে ধারাভাষ্যে জামাল ভূঁইয়া ও জো মরিসন কথা বলছিলেন। ফেসবুকেও সেটি সম্প্রচার করা হচ্ছিল।
তাঁদের মধ্যে প্লেয়ারদের ‘বাই আউট ক্লজ’ নিয়ে কথা হচ্ছিল। রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার বাই আউট ক্লজ ১ বিলিয়ন ইউরো প্রসঙ্গে আলোচনা করছিলেন তাঁরা। তখন ফেসবুক লাইভে একজন জামাল ভূঁইয়ার কাছে জানতে চান, তাঁর বাই আউট ক্লজ কতো হবে?
জামাল ভূঁইয়া তখন হাতের পাঁচ আঙ্গুল তুলে জানান, তাঁকে কিনতে খরচ হবে ৫শ’ মিলিয়ন বা ৫০ কোটি টাকা।
তাঁর কথা শুনে হেসে ফেলেন জো মরিসন। জামাল ভূঁইয়াকে খোঁচা দিয়ে বলেন, ‘(তোমাকে কিনতে) তিন সমুচাই যথেষ্ট!’
এর আগে জো মরিসন জামাল ভূঁইয়ার কাছে জানতে চেয়েছিলেন, এক বিলিয়ন বাই আউট ক্লজে তিনে কোন খেলোয়াড়কে নেবেন।
জামাল বলেন, ‘বাই আউট ক্লজ এক বিলিয়ন ইউরো দিয়ে কেনার ক্ষেত্রে চুজ করতে বলা হলে এই দামের কাছাকাছি থাকবে এমবাপে। কারণ সে এখনও অনেক তরুণ। অনেক কিছু জিততে চায়। সুযোগ আছে। আরেকজনের কথা বলতেই হয়, মেসি। সে চমৎকার একজন ফুটবলার।’
শেয়ার করুন :