
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহবুব হারুনকে। আর যুব দলের কোচ করা হয়েছে মামনুর রশীদকে।
আজ মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে বাংলাদেশে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। ওই টুর্নামেন্টের জন্যই মাহবুব হারুনকে নিয়োগ দেওয়া হলো।
জাতীয় দলে সহকারী কোচ হিসেবে জহিরুল ইসলাম মিতুলকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। ম্যানেজার করা হয়েছে বদরুল ইসলাম দিপুকে, তাঁর সহকারী থাকবেন মামুনুর রশীদ।
দেশের মাটিতে জানুয়ারিতে হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। এ টুর্নামেন্টকে সামনে রেখে যুব দলের কোচ করা হয়েছে মামুনুর রশীদকে। মহামারি করোনাভাইরাসের ছোবল হানার আগে তাঁর অধীনেই শুরু হয়েছিল যুব দলের ক্যাম্প।
যুব দলের সহকারী কোচ হয়েছেন আলমগীর আলম। তারেক এ আদেলকে করা হয়েছে ম্যানেজার, তাঁর সহকারী জাফরুল আহসান বাবুল।
ফেডারেশনের সভায় জাতীয় দলকে দ্রুত অনুশীলনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।
এদিকে, ঘরোয়া হকি নিয়েও আলোচনা হয়েছে সভায়।
এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলছিলেন, ‘আগামী মাসে আমরা লিগ কমিটির সভা ডাকবো। সেই সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে লিগ শুরুর বিষয়টি ঠিক হবে। ইতোমধ্যে পাঁচটি ক্লাব লিগ কমিটিতে প্রতিনিধি পাঠিয়েছে। তবে মোহামেডান ও মেরিনার ইয়াংস প্রতিনিধি পাঠায়নি।’
শেয়ার করুন :