
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত। আজ শনিবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
নিজের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজ থেকে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি।
তিনি লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।
আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।
করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’
কয়েক দিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন মাশরাফি। কাল শুক্রবার তাই নমুনা পরীক্ষা করাতে দেন। সেখান থেকে আজ জানানো হয় তিনি আক্রান্ত। ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।
তাঁর স্ত্রী ও সন্তানরা এখনও পর্যন্ত সুস্থ আছেন।
করোনায় আক্রান্ত নাফিস ইকবাল সুস্থ হয়ে ওঠছেন
এর আগে মাশরাফির শাশুড়ি, শ্যালিকা ও শ্যালিকার মেয়ে করোনায় আক্রান্ত হন।
শেয়ার করুন :