
স্পোর্টসট্যুর ডেস্ক :: ফুটবল দুনিয়াকে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন আনসু ফাতি, যাকে বলা হচ্ছে বার্সেলোনার ‘নতুন মেসি’। স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী এই ফুটবলার একের পর এক গোল করছেন আর গড়ছেন রেকর্ড।
লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। প্রথমবারের মতো ঐতিহ্যের এই লড়াইয়ে সমিল হলেন ফাতি। আর নেমেই ইতিহাস গড়েছেন আফ্রিকান বংশোদ্ভূত এই স্প্যানিশ ফুটবলার।
আজ ম্যাচের ৮ম মিনিটে গোল করেছেন ফাতি। এই গোলেই ইতিহাসের পাতায় জমে থাকা ধুলোর আস্তরণ সরেছে। সবচেয়ে কম বয়সে এল ক্লাসিকোতে গোল করার রেকর্ড এখন ১৭ বছর ৩৫৯ দিন বয়সী ফাতির!
এর আগে এই রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের। ১৯৯৫ সালে তিনি ১৮ বছর ৯৫ দিনে গোল করেছিলেন এল ক্লাসিকোতে।
এর আগের বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল, সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যাসিস্টের (গোলে সহযোগিতা) রেকর্ডও গড়েন আনসু ফাতি।
এখানেই শেষ নয়। স্পেন জাতীয় দলের হয়েও ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও ফাতির!
সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও গোল করার রেকর্ড গড়েছেন আনুস ফাতি।
শেয়ার করুন :