
স্পোর্টসট্যুর প্রতিবেদক :: ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার। দীর্ঘ ক্যারিয়ার তাঁর। কিন্তু ফুটবলজীবনে এই প্রথমবারের মতো হতাশার এক অভিজ্ঞতা হয়েছে সিআর৭-এর।
কী সে অভিজ্ঞতা?
টানা দুই ফাইনালে হেরে গেছে তাঁর দল!
গেল ডিসেম্বরে সুপার কোপায় লাৎসিও-র কাছে হেরেছিল জুভেন্টাস।
আর কাল রাতে ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস হেরেছে নাপোলির কাছে। ফলে টানা দুটি ফাইনালে হার মানতে হয়েছে পর্তুগিজ তারকাকে।
কাল রাতে টাইব্রেকারে নাপোলি ৪-২ গোলে হারায় জুভেন্টাসকে। মূলত পেনাল্টি শুটআউটে পাওলো দিবালা ও দানিলো গোল করতে ব্যর্থ হওয়ায় হার মানে জুভেন্টাস।
আর দলের হয়ে শেষ শটটি নিতে চেয়েছিলেন রোনালদো। কিন্তু আগেই সর্বনাশ হয়ে যাওয়ায় আর শট নেননি তিনি।
স্পোর্টসট্যুর২৪ডটকম/আরআই-কে
শেয়ার করুন :