
স্পোর্টসট্যুর ডেস্ক :: চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মহামারি করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে গেছে ২০২২ সালে। অন্যদিকে আগামী বছর ভারতে যে বিশ্বকাপ হওয়ার কথা, সেটি ঠিক সময়েই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে। আরব আমিরাতের দুবাইয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সচিব জয় শাহ উপস্থিত ছিলেন।
অন্যান্য আসরে যেরকম ট্রফি থাকে, এবারও ট্রফির নকশা সেরকম করা হয়েছে।
The ICC Men's #T20WorldCup is returning to India next year for the first time since 2016 🏆
Countdown to the event started with the trophy launch in Dubai featuring Manu Sawhney, @SGanguly99 and @JayShah. pic.twitter.com/azjCIRPaiA
— T20 World Cup (@T20WorldCup) November 13, 2020
করোনাভাইরাসের কারণে ভারতে প্রতিযোগিতামূলক ক্রিকেট এখনও ফিরেনি। এমনকি আইপিএলও আয়োজন করা হয়েছে আরব আমিরাতে। ফলে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা আছে।
তবে সৌরভ গাঙ্গুলি আশাবাদ ব্যক্ত করেছেন, শঙ্কাকে পেছনে ফেলে যথাসময়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট।
আগামী বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশগুলো ছাড়াও সহযোগী সদস্য দেশগুলোও খেলবে বিশ্বকাপে। ১৬ দলের এই টুর্নামেন্ট ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
শেয়ার করুন :