
স্পোর্টসট্যুর ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের প্রাদর্ভাব ফের বাড়ছে ইংল্যান্ডে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন নতুন করে। মারাও যাচ্ছেন শত শত জন।
উদ্ভূত ভয়াবহ পরিস্থিতিতে ইংল্যান্ড ফের লকডাউনে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউন চলবে ২ ডিসেম্বর অবধি।
ইংল্যান্ড লকডাউনে থাকলেও এই সময়ে সূচি অনুসারেই চলবে প্রিমিয়ার লিগের খেলা।
লকডাউন ঘোষণাকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ, প্রিমিয়ার লিগ চলবে।’
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার আমাদের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা এই প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করছি।’
করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চে বন্ধ হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ। খেলা ফের মাঠে গড়ায় জুনে। ২০১৯-২০ মৌসুম শেষ হতে তাই বিলম্ব হয়। ওই মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলে লিভারপুল।
মৌসুম শেষ হওয়ার পর খুব বেশি বিরতি ছাড়াই নতুন মৌসুম শুরু হয়ে যায়। বর্তমানে প্রতি সপ্তাহেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হচ্ছে।
শেয়ার করুন :